৬০
লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে “বাংলাদেশের গ্রামীণ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও শহরের গোবিন্দ নগরে অবস্থিত ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় গ্রামীণ পানি ও স্বাস্থ্যবিধি উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর মহা ব্যবস্থাপক (কার্যক্রম) ও বাংলাদেশের গ্রামীণ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল মতিন। সভায় সভাপতিত্ব করেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
বক্তারা বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি উন্নয়নের বর্তমান পরিস্থিতি এবং প্রকল্পের কার্যকারিতা নিয়ে আলোচনা করেন। প্রকল্পের অগ্রগতির মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় হয়।
সভায় প্রকল্প সংশ্লিষ্ট ও ইএসডিও’র কর্মকর্তারা অংশগ্রহণ করেন।