৫
ঠাকুরগাঁও প্রতিনিধি : কুড়িগ্রাম সদর উপজেলার চর ভগবতিপুর উচ্চ বিদ্যালয়ে “সিবিএম-৪ প্রকল্প” এর আওতায় অভিভাবক সমাবেশ এবং শিক্ষার্থীদের মাঝে ছাতা ও হাইজিন সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক দাতা সংস্থা মুসলিম এইড-ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহায়তায় এবং উন্নয়ন সংস্থা ইএসডিও’র বাস্তবায়নে এই কর্মসূচি আয়োজন করা হয়।
গত বুধবার ( ২০ নভেম্বর ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদা পারভীন। তিনি বলেন, “অভিভাবকদের সচেতনতা ও সম্পৃক্ততা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অভিভাবকদের সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানো নিশ্চিত করতে হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এন. এম. শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমত আরা, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নাহিদা আফরিন, উপজেলা পশুসম্পদ কর্মকর্তা ড. মো. কামরুল ইসলাম, সিনিয়র উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, উপজেলা প্রকৌশলী নিতিশ কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খন্দকার ফিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাহিন মিয়া, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবুল বাশার মোঃ ওবায়দুল্লাহ, মুসলিম এইড ইউকে বাংলাদেশ কান্ট্রি অফিসের এডুকেশন কো-অর্ডিনেটর শাহ ওয়ালী উল্লাহ, ইএসডিও’র এপিসি আবু জাফর নূর এবং প্রকল্প ব্যবস্থাপক মঈন উদ্দিন।
“সিবিএম-৪ প্রকল্প” কুড়িগ্রাম সদর উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি বিদ্যালয়ে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করা হচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে হাইজিন সামগ্রী বিতরণ তাদের স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগ এলাকাবাসীর মাঝে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং শিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিভাবকরা মনে করছেন।