১৭৭
তেঁতুলিয়া প্রতিনিধি : ‘‘স্মার্ট পুলিশ, স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় ওপেন হাউজ ডে পালিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের আয়োজনে ভজনপুর বাজারে ওপেন হাউজ ডে উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা, পিপিএম ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সূজয় কুমার রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আমিরুল্লাহ, তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান সুলতানা রাজিয়া, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াছিন আলী মন্ডল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ১নং বাংলাবান্ধা ইউনিয়ন চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন, ৪নং শালবাহান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, তেঁতুলিয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, ৫নং বুড়াবুড়ি ইউনিয়ন চেয়ারম্যান তারেক হোসেন, ৬নং ভজনপুর ইউনিয়ন চেয়ারম্যান মসলেম উদ্দীন, ৭নং দেবনগর ইউনিয়ন চেয়ারম্যান সোলায়মান আলী ও ভজনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মজিবর রহমান। অনুষ্ঠানে পাথর শ্রমিক, চা শ্রমিক, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক সুশিল সমাজের ব্যক্তিবর্গ ও জনসাধারণ অংশগ্রহণ করে।