Home » আটোয়ারী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

আটোয়ারী উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং

by নিউজ ডেস্ক

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে চলতি রোজায় নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর নেতৃত্বে উপজেলার প্রাণ কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে এ মনিটরিং করা হয়। বাজার মনিটরিং সময়ে প্রতিটি দোকানে মূল্য তালিকা টানানো সহ অতিরিক্ত দামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। ওজনে কম ও ভেজাল পণ্য বিক্রিতে সবাইকে সতর্ক করা হয়। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন মনিটরিং টিমের নেতৃত্বদানকারী কর্মকর্তা। এসময় উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মুসা মিয়া,আরো পুলিশ অফিসার ও ফোর্স, আনসার, বণিক সমিতির সাধারণ সম্পাদক জামিলুর রেজা মানিক, ইজারাদারের প্রতিনিধি সাজ্জাদ সেলিম সহ গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

You may also like