আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা মঙ্গলবার (১৪ মে) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, আটোয়ারী থানার এসআই রাশেদুজ্জামান, ১৮ ব্যাটালিয়ন ও ৫০ ব্যাটালিয়ন এর প্রতিনিধি হিসেবে গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি, আটোয়ারী প্রেস ক্লাবের সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ । উপজেলায় মাদক, চোরাচালান, সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং , মোবাইল জুঁয়া , ইভটিজিং এবং ১৬ মে বৃহস্পতিবার বার আউলিয়া মাজার ওরশ মোবারক সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়। বক্তারা আরো বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আটোয়ারী উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন নিরপেক্ষ,অবাধ ও সুষ্ঠ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সকল ক্ষেত্রে সময়কে মূল্যায়ন করার আহবান জানান সভার সভাপতি ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান।