আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ “ প্রাণি সম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮এপ্রিল) প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় আটোয়ারী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্ত্বরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শুরুতেই ভার্চুয়ালি যুক্ত থেকে সারাদেশে একযোগে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৪ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ জাহাঙ্গীর আলম। ভেটেরিনারি সার্জন ডা. মোঃ সোহাগ রানা’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ বাবুল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ন কবীর, আটোয়ারী থানার ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাক আহমেদ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার মোঃ সহিদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাকিরুল ইসলাম ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম। এসময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন খামারীবৃন্দ সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে মোট ৩৪ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, ঘোড়া সহ বিভিন্ন ঔষধ কোম্পানী তাদের পণ্য প্রদর্শন করেন। প্রদর্শনীর প্রতিটি স্টল সভাপতি সহ অতিথিবৃন্দ পরিদর্শন করেন এবং বিভিন্ন খামারী ও গরু মালিকদের প্রাণিসম্পদ বৃদ্ধির লক্ষ্যে পশু পালনে উৎসাহ প্রদান করেন ইউএনও শাফিউল মাজলুবিন রহমান। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।
১০৭