Home » ইএসডিও-ইআইটি হেড অফিসে ‘বিউটি কেয়ার’ ল্যাবের উদ্বোধন

ইএসডিও-ইআইটি হেড অফিসে ‘বিউটি কেয়ার’ ল্যাবের উদ্বোধন

by নিউজ ডেস্ক

 

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর উদ্যোগে গতকাল ইএসডিও-ইআইটি হেড অফিস ভেন্যুতে ‘বিউটি কেয়ার’ ল্যাবের উদ্বোধন করা হয়েছে। ল্যাবটি উদ্বোধন করেন ইএসডিও-র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এবং সংস্থার পরিচালক (প্রশাসন) ও ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার।

এখানে প্রশিক্ষণার্থীরা আধুনিক সৌন্দর্যচর্চা, রূপচর্চা এবং বিউটি থেরাপির বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে ইএসডিও-র ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ল্যাবটি ঘুরে দেখানো হয় এবং এর কার্যক্রম সম্পর্কে বিশদ ধারণা প্রদান করা হয়।

ইএসডিও-র এই উদ্যোগটি নারীদের ক্ষমতায়ন এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য যে, ইএসডিও গত ১ দশক যাবত প্রান্তিক ঝরে পড়া যুবক যুবতীদের কর্মদক্ষ করে গড়ে তুলতে এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে কারিগরি প্রশিক্ষণ প্রদান করে আসছে। বর্তমানে ইএসডিও দেশের ১৫টি জেলায় ২০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বছরে প্রায় ১০ হাজার যুবক যুবতীকে কারিগরি প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সাথে যুক্ত করছে। এরই ধারাবাহিকতায় গতকাল  ইএসডিও- ইকো ইনস্টিটিউট অফ টেকনোলজি হেড অফিস সেন্টারে ‘বিউটি কেয়ার’ নামক নতুন একটি ট্রেডে  উদ্বোধন করা হয়।

You may also like