ঠাকুরগাঁওয়ের ইএসডিও ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার (ইটিআরসি)-এ ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ১৯৮তম ফিল্ড অফিসার ব্যাচের ভিত্তি প্রশিক্ষণ সফলভাবে সমাপ্ত হয়েছে। গত ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত ৭ দিনব্যাপী এ প্রশিক্ষণে ২৪ জন নারী ও পুরুষ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়, যা ছিল অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। সমাপনী বক্তব্য ও সনদ বিতরণ করেন ইএসডিও’র হেড অফ ট্রেনিং দেবাশিষ সরকার। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞানকে মাঠপর্যায়ে কাজে লাগিয়ে দেশ ও সংগঠনের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।
এই প্রশিক্ষণ কর্মসূচি ইএসডিও মাইক্রোফিন্যান্স কার্যক্রমের আওতায় ফিল্ড অফিসারদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত হয়। এটি আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যা ভবিষ্যতে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ইএসডিও মাইক্রোফিন্যান্স কর্মসূচির ধারাবাহিকতায় এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি প্রশিক্ষণার্থীদের পেশাগত জীবনে নতুন দিগন্তের সূচনা করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।