Home » ইএসডিও’র জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিদর্শন

ইএসডিও’র জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিদর্শন

by নিউজ ডেস্ক
 পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে পরিচালিত ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ পরিদর্শন করেন ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান।
আজ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় ড. শহীদ উজ জামান শিক্ষানবিশদের প্রশিক্ষণে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং প্রশিক্ষণ শেষে স্ব স্ব ট্রেডে নিজেদের প্রতিষ্ঠিত করার পরামর্শ প্রদান করেন।
২০ জানুয়ারি ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ঠাকুরগাঁওয়ের ইএসডিও’র প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে মোট ৩৩ জন শিক্ষানবিশ অংশগ্রহণ করছেন, যার মধ্যে ১৬ জন পুরুষ এবং ১৭ জন নারী।

You may also like