৬
নবীন হাসান : ঠাকুরগাঁওয়ের ইএসডিও প্রধান কার্যালয়ে শুক্রবার বিকালে জয়নাল আবেদিন স্মৃতি মিলনায়তনে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর তিন যুগ পূর্তি উপলক্ষে ‘ধন্যবাদ জ্ঞাপন’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি ইএসডিও’র দীর্ঘ তিনযুগের অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিডি’র ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিএআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ,
বিশিষ্ট নারী সংগঠক ও সাবেক প্রেসিডেন্ট, দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) পারভিন মাহমুদ,
আন্তর্জাতিক উন্নয়ন বিশেষজ্ঞ দেওয়ান এএইচ আলমগীর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ইকো পাঠশালা এন্ড কলেজ-এর অধ্যক্ষ ও ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার এবং বিভিন্ন দাতা সংস্থার কান্ট্রি ডিরেক্টরবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা ইএসডিও’র গ্রামীণ উন্নয়নে ভূমিকা এবং আর্থ-সামাজিক উন্নয়নে সংস্থাটির অবদান তুলে ধরেন। তারা ইএসডিও’র কর্মীদের আন্তরিকতা ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সংস্থাটির আরও সাফল্যের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানের শেষে ইএসডিও নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম সমাপ্তি ঘোষণা করেন। তিনি উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ইএসডিও’র ভবিষ্যৎ যাত্রার জন্য সবার সহযোগিতা কামনা করেন।
এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিরা ইএসডিও’র দীর্ঘ যাত্রাকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।