Home » ইএসডিও’র রেইজ প্রকল্পের আওতায় জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

ইএসডিও’র রেইজ প্রকল্পের আওতায় জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

by নিউজ ডেস্ক

 

পিকেএসএফ ও বিশ্বব্যাংকের অর্থায়নে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় পাঁচ দিনব্যাপী জীবন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে।

২০ জানুয়ারি ২০২৫ থেকে ২৫ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ঠাকুরগাঁওয়ের ইএসডিও প্রধান কার্যালয়ের মেধা অনুশীলন কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে মোট ৩৩ জন শিক্ষানবিশ অংশগ্রহণ করছেন, যার মধ্যে ১৬ জন পুরুষ এবং ১৭ জন নারী।

প্রশিক্ষণে ওয়েল্ডিং ও ফেব্রিকেশন (৪ জন), বিউটি কেয়ার/বিউটিফিকেশন (৬ জন), ফ্যাশন গার্মেন্টস/ড্রেস মেকিং ও টেইলরিং (১২ জন), বেকিং ও পেস্ট্রি প্রস্তুতি (৩ জন), কার্পেন্ট্রি/কার্পেন্ট্রি বিজনেস (১ জন), কনজুমার ইলেকট্রনিক্স (১ জন), রেফ্রিজারেশন ও এয়ার-কন্ডিশনিং (১ জন), ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স (২ জন), মোটরসাইকেল সার্ভিসিং (১ জন) এবং অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন (২ জন) শিক্ষানবিশ অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণটির উদ্বোধন করেন ইএসডিও’ র হেড অফ অপারেশন মোঃ মাজেদুল ইসলাম মামুন এবং ফোকাল পার্সন দেবাশীষ সরকার। প্রশিক্ষণ পরিচালনা করছেন প্রকল্প সমন্বয়কারী মোঃ আহসান হাবীব, কেস ম্যানেজমেন্ট অফিসার মোঃ সাজেদুর রহমান, অফিসার লাইফ-স্কিলস ও এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট মোছাঃ সাম সুৎ তাবরীজ এবং হিসাব রক্ষক অফিসার মোছাঃ নূরজাহান আক্তার।

এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষানবিশদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য রয়েছে বলে জানান আয়োজকরা।

You may also like