Home » উড়োজাহাজ বিধ্বস্তের জন্য পাইলটের ভুলকে দায়ী করলো নেপাল সরকার

উড়োজাহাজ বিধ্বস্তের জন্য পাইলটের ভুলকে দায়ী করলো নেপাল সরকার

by অনলাইন ডেস্ক

পাইলট ভুল করে বিদ্যুতের সরবরাহ বন্ধ করে দিলে উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) প্রায় এক বছর আগের বিমান বিধ্বস্তের কারণ জানিয়ে পাইলটের ভুলকে দায়ী করেছে নেপালের সরকার নিযুক্ত তদন্ত কমিটি। নেপালের ইয়েতি এয়ারলাইন্সের সেই বিমান দুর্ঘটনায় ৭২ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার ও তদন্তকারী প্যানেলের সদস্য দীপক প্রসাদ বাস্তোলা বলেন, সচেতনতা ও দক্ষতার সঙ্গে বিমান চালানোর অভিজ্ঞতার অভাবের কারণে এই দুর্ঘটনা হয়েছিল। দুর্ঘটনার জন্য ওই অসচেতন পাইলটই দায়ী।

নেপালে ২০০০ সালের পর থেকে বিমান বা উড়োজাহাজ দুর্ঘটনায় প্রায় ৩৫০ জন মারা গেছেন। এভারেস্টসহ বিশ্বের ১৪টি সর্বোচ্চ পর্বতের মধ্যে আটটিই নেপালে অবস্থিত। তাই যেকোনও সময় আবহাওয়া পরিবর্তন হয়ে বিপজ্জনক দুর্ঘটনা ঘটতে পারে।

You may also like