Home » একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

একুশের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

by নিউজ ডেস্ক
স্টাফ রিপোর্টার : একুশে ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ এর প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। এতে শহীদ মিনার চত্বরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে।

বুবধার (২১ ফেব্রুয়ারি) রাত ১২ টা ১ মিনিটে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড়) মাঠে অবস্থিত জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মাহবুবুর রহমান শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

এছাড়াও পর্যায়ক্রমে জেলা বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেব্কলীগ, ছাত্রলীগসহ জেলার সরকারি বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, শহরের বিভিন্ন ছাত্রাবাস ছাত্রীনিবাসে থাকা শিক্ষার্থী, কোমলমতি শিশুরাসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এর আগে রাত সাড়ে ১১ টা থেকে ফুলের ডালা, ব্যানার, ফ্যাসটুন নিয়ে দলে দলে মানুষ এসে জমায়েত হতে থাকে শহীদ মিনার চত্বরের।

উল্লেখ্য-ভাষা আন্দোলন দমন করতে ১৯৫২ সালের আজকের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ঢাকায় ১৪৪ ধারা জারি করে। ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল করেন। সেই মিছিলে গুলি চলে। গুলিতে শহীদ হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাঁদের স্মরণেই দেশবাসী শহীদ মিনারের এসে বিনম্র শ্রদ্ধা জানান।

You may also like