Home » গত ২০ বছরে রংপুর জেলার ৪২ হাজার ২৬৬ জন কর্মী বিদেশ গেছেন

গত ২০ বছরে রংপুর জেলার ৪২ হাজার ২৬৬ জন কর্মী বিদেশ গেছেন

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

গত ২০ বছরে (২০০৪-২০২৩) রংপুর জেলার মোট ৪২ হাজার ২৬৬ জন কাজের জন্য বিদেশে পাড়ি দিয়েছেন। এর মধ্যে ২০২৩ সালেই গেছেন ৬ হাজার ৩৩৬ জন। যা বিগত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। গত বছর রংপুর জেলার বেশি সংখ্যক কর্মী গেছেন মধ্যপ্রাচ্যের দেশে। এর মধ্যে সৌদি আরবে গেছেন ২ হাজার ৪০৮ জন, সংযুক্ত আরব আমিরাতে গেছেন ৫৩০ জন, ওমানে গেছেন ৩৬৬ জন, জর্ডানে গেছেন ১৪৫ জন ও কাতারে গেছেন ১২৭ জন। এ ছাড়া মালয়েশিয়ায় ২ হাজার ২০৪ জন, সিঙ্গাপুরে ২৩৬ জন, দক্ষিণ কোরিয়ায় ৪৩ জন এবং অন্যান্য দেশে ২৭৭ জন কর্মী গেছেন। রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে এসব তথ্য পাওয়া গিয়েছে।

সরকারের বহুমুখী উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে বাংলাদেশ থেকে বিদেশ গমনের হার বেড়েছে। এর ফলে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উল্লেখ্য, বর্তমান বাংলাদেশের ১ কোটি ৩০ লাখের বেশি অভিবাসী ১৭৬টি দেশে কর্মরত।

You may also like