পিআইডি, রংপুর: চলতি অর্থবছরে রংপুর বিভাগের ৫৮ উপজেলার ৪ হাজার ৩৫০ জনকে মৎস্যচাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে রয়েছেন মৎস্যচাষি, মৎস্যজীবী ও মৎস্য প্রক্রিয়াকরণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। প্রশিক্ষণে মৎস্যচাষের স্থান নির্বাচন, আধুনিক পদ্ধতিতে মৎস্যচাষ, সমন্বিত মৎস্যচাষ ব্যবস্থাপনা, মাছের খাদ্য ব্যবস্থাপনা, মাছের স্বাস্থ্যপরীক্ষা ও রোগপ্রতিরোধ ব্যবস্থাপনা, পানির ভৌত গুণাগুণ পরীক্ষা, পোনা পরিবহণ ব্যবস্থাপনা, মৎস্য আহরণ ও বাজারজাতকরণ, মৎস্য আইন বাস্তবায়নে করণীয় প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয়। জেলা ও উপজেলা মৎস্য অফিস কয়েক ধাপে এই প্রশিক্ষণের আয়োজন করে। এ ছাড়াও চলতি অর্থবছরে রংপুর বিভাগের ৭ হাজার ১৩৮ জন মৎস্যচাষি ও মৎস্যজীবীকে মৎস্যচাষ ব্যবস্থাপনা উন্নয়নে পরামর্শ প্রদান করা হয়েছে।
১৮০