Home » জমকালো আয়োজনে ঠাকুরগাঁওয়ে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল

জমকালো আয়োজনে ঠাকুরগাঁওয়ে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ফাইনাল

by নিউজ ডেস্ক

লোকায়ন ডেস্ক
জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের হলপাড়ায় ইনডোর দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাতে দুইটি সেমি ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। শুরুতে সেমিফাইনালে পীরগঞ্জের এয়ার ফাউন্ডেশন বনাম বোদা সুলতান প্রধান ব্যাটমিন্টন ক্লাব এবং যাদুরানীর আয়াত বনাম ঠাকুরগাঁও শহরের জিরো ফ্যাশন প্রতিযোগিতা করে। ফাইনাল খেলায় জিরো ফ্যশন-এয়ার ফাউন্ডেশন কে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

হলপাড়া টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের আয়োজনে সমাপনি খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্লাবের সভাপতি ও পৌরসভার প্যানেল মেয়র-২ কাউন্সিলর সুদাম সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: মাহাবুবুর রহমান, সম্মানিত অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মো.আসাদুজ্জামান, বিশেষ অতিথি পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিথি বেসকারী উন্নয়ন সংস্থা ইএসডিও প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও টাঙ্গন সাহিত্য ও ক্রীড়া সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মুহাম্মদ শহিদ উজ জামান, টাঙ্গন সাহিত্য সংসদের উপদেষ্টা তপন কুমার ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুস শহদি বাবু প্রমূখ।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাবেক-বর্তমান খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা ও ধারা বর্ণনা করেন ধারাভাষ্যকার সুজন খান।
খেলা চলাকালীন উৎসব মূখর পরিবেশে দর্শক সমাগম ছিল চোখে পড়ার মত। বিশেষ করে নারী দর্শকেরা সকলের নজর কাড়ে। এবার সেমি ও ফাইনাল খেলায় জাতীয় পর্যায়ের খেলোয়াড় ছাড়াও ইন্দোনেশিয়ান চারজন খেলোয়াড় অংশ নেয়।
পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে চ্যাম্পিয়ন টিমকে ১ লাখ টাকা ও রানার্স আপ টিমকে ৩০হাজার টাকা প্রাইজমানী ও ট্রফি প্রদান করা হয়।
আয়োজক ক্লাবের সভাপতি সুদাম সরকার জানান, ব্যাটমিন্টনে ঠাকুরগাঁওয়ের বেশ ঐতিহ্য রয়েছে। অতীতে তিনি নিজেও ব্যাটমিন্টনে জাতীয় পর্যায়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেন। এবারের টুর্নামেন্টে দর্শকদের চাহিদা ও ব্যাটমিন্টনের উন্নয়নের দিক বিবেচনা করে সরকারি ও বেসরকারি পৃষ্টপোষকতায় একটি ইন্ডোর স্টেডিয়াম নির্মানে উদ্যোগ নেওয়ার কথা জানান।

উল্লেখ্য যে, টুর্নামেন্টে জেলা ও জেলার বাহিরের বিভিন্ন অ লের মোট ৪০ টি টিম অংশগ্রহন করে।

 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন