Home » জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় অর্ধ-বাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনায় অর্ধ-বাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট : গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ-বাষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব আফরোজা আকতার চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন উপ-পরিচালক, স্থানীয় সরকার, জেলা প্রশাসকের কার্যালয়, জনাব মহিউদ্দিন জাহাঙ্গীর।

সভায় জয়পুরহাট সদর, পাঁচবিবি, ক্ষেতলাল, আক্কেলপুর ও কালাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার, স্থানীয় সরকার শাখা, জনাব মিজানুর রহমান।

এছাড়া ইএসডিও-এভিসিবি তৃতীয় পর্যায় প্রকল্পের জয়পুরহাট ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ রাজিউর রহমান রাজু, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, উপজেলা কো-অর্ডিনেটরগণ এবং অন্যান্য কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অগ্রগতি নিয়ে আলোচনা করা হয় এবং ভবিষ্যত কার্যক্রমের জন্য প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়। ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিওর) সহায়তায় এই সভাটি অনুষ্ঠিত হয়।

You may also like