Home » ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট:ঝুঁকিপূর্ণ শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ আজ শনিবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চ বিদ্যালয়ে ( পৌরসভা, আকচা, রহিমানপুর, মোহাম্মদপুর, জামালপুর, রায়পুর ইউনিয়নের ১৮৩ জন শ্রমজীবী শিশু) নারগুন ইউনিয়ন পরিষদে (নারগুণ, বেগুণবাড়ি ও জগন্নাথপুর ইউনিয়নের ৬২ জন শিশু) এবং গড়েয়া বোর্ড অফিস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে (গড়েয়া ও শুখানপুকুরী ইউনিয়নের ৫৮ জনশিশু) মোট ৩০৩ জন শিশু শ্রমিক ও বালিয়াডাঙ্গী উপজেলার ইএসডিও অফিসে মোট ১৬১ জন শিশু শ্রমিক এর হাতে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলায় উপস্থিত ছিলেন ইএসডিও সিনিয়র এপিসি মোঃ সিরাজুস সালেকীন ও এপিসি শাহ্ আমিনুল হক এবং সিডব্লিউজি কমিটির সদস্যবৃন্দ। ঠাকুরগাঁও সদর উপজেলার বিতরণ এ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,ইউ পি সদস্য,শিক্ষক এবং ইএসডিও সংশ্লিষ্ট উন্নয়নকর্মীবৃন্দ উপ এটাস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ এ উপস্থিত অতিথিরা বলেন যে অন্যান্যবারের চেয়ে এবার শীতের প্রকোপ অনেক বেশি। আর এই শীতের প্রকোপ থেকে রেহাই পেতে আমরা এই উপহার সামগ্রী তুলে দিচ্ছি। এটা সঠিকভাবে ব্যবহার করলে অনেক দিন ব্যবহার করা যাবে। শ্রমজীবী শিশুরা শীতবস্ত্র পাওয়ার পর অনেক খুশি। তারা ইএসডিও এবং দাতা সংস্থার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

You may also like