Home » ঠাকুরগাঁও জেলায় ১৩২ মাদ্রাসায় স্থাপিত হয়নি শহীদ মিনার

ঠাকুরগাঁও জেলায় ১৩২ মাদ্রাসায় স্থাপিত হয়নি শহীদ মিনার

by নিউজ ডেস্ক

আসাদুজ্জামান শামিম ॥ ঠাকুরগাঁও জেলার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মিলে মোট ১৩২ টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। এ সকল প্রতিষ্ঠানে প্রায় বেশিরভাগ মাদ্রাসার ম্যানেজিং কমিটিতে ক্ষমতাশীন ও জনপ্রতিনিধিরা দায়িত্বে থাকলেও স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও শহীদ মিনার স্থাপন হয়নি।
জেলা শিক্ষা অফিসার মো: শাহিন আকতার জানান, ঠাকুরগাঁও জেলায় ১৩২ টির মধ্যে সদর উপজেলায় ৪৬ টি মাদ্রাসায় শহীদ মিনার নেই। এর মধ্যে দাখিল পর্যায়ে ৩১ টি মাদ্রাসা হলো দেহন রৌশনপুর দাখিল মাদ্রাসা, মন্ডলাদাম, মাদারগঞ্জ পাগলাপীর, সিংগিয়া ইসলামিয়া, কেয়ারীগাঁও আলহাজরবিউল্লা ভুইয়া, ডোডাপাড়া নেছারিয়া দরুচ্ছুন্নাত, আখানগর বলিতাপুকুর, লাউথুতি দারুল উলুম, খোশবাজার কুমারপুর উম্মুহাতুল মোনেীন (রা:) মহিলা, আখানগর বলিতাপাড়া আদর্শ, পূর্ব বেগুনবাড়ী নতুনপাড়া, পুরাতন ঠাকুরগাঁও, বাঁশগাড়া সিরাজুল হুদা, বরুনাগাঁও দাখিল, ঝাড়গাঁও রহমানিয়া, আসান নগর কাদেরিয়া ইসলামিয়া, মধুপুর ঈদগাঁহ, ফেরসাডাঙ্গী, কিশমত চামেশ্বরী ঈদগাহ, সিন্দুর্না পাঁচপীর, পূর্ব ফকদনপুর, কাচনা তালতলী, রুহিয়া উম্মুল মোমেনিন হযরত আ: কো: (রা:) বালিকা, ছিদ্দিকিয়া বিশ্ব ইসলাম মিশন, দেওগাঁও ইসলামিয়া, হারাগাছ পাড়া জান্নাতুল ফেরদৌস, কশালগাঁও একরামিঞা, কিসমত দৌলতপুর, চৌরঙ্গী, কালিকাগাঁও ডি-হাট, বালিয়ারহাট ইসলামিয়া দাখিলমাদ্রাসা। আলিম মাদ্রাসাগুলো হলো নারগুন আলিম মাদ্রাসা, ভেড়ভেড়ী, রহিমানপুর ইউআই, বড়গ্রাম, উত্তর হরিহরপুর, শিবগঞ্জ সিনিয়র, বালিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা। ফাজিল মাদ্রাসাগুলো হলো রম্মাহিয়া ছালেহিয় দা: ফাজিল মাদ্রাসা, ভেলাজান আনছারিয়া, গড়েয়া, বেগুনবাড়ী ও দানারহাট আনছারিয়া ফাজিল মাদ্রাসা। কামিল মাদ্রাসাগুলো হলো সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসা ও খোশবাজার এস.ডি কামিল মাদ্রাসা।
বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ২৫টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ১৯টির মধ্যে ভানোর দাখিল মাদ্রাসা, নাগেশ্বরবাড়ী, বড় পলাশবাড়ী, রত্নাই উদয়পুর, বালিয়াডঙ্গী দারমুল উলুম, মধ্য চাড়োল আজিজিয়া, সনগাঁও ইসলামিয়া, বালিয়া বেলসারা জাওনিয়া ছোট লাহিড়ী, মাছখুরিয়া কালডাঙ্গা, ধনতলা, বিশ্রামপুর, দোগাছি ইসলামিয়া, ডালিমপাড়া সাপটি, চোচপাড়া ইসলামিয়া, বামুনিয়া হযরত কালুপীর, পারম্ময়া কিসমত, দুর্গাপুর ও পারদের্শীপাড়া দাখিল মাদ্রাসা। আলিম পর্যায়ে মধুপুর নয়াদিঘী এম রফিক, লাহিড়ী সিনিয়র, বড় পলাশবাড়ী ইসলামিয়া ও ভানোর আলিম মাদ্রাসা। ফাজিল মাদ্রাসাগুলো হলো কালমেঘ ঈদগাহ ফাজিল মাদ্রাসা ও লাহিড়ী ফাজিল মাদ্রাসা।
রানীশংকৈল উপজেলায় মোট ২২টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ১৯টি হলো পাঁচপীর দাখিল মাদ্রাসা, ভরনিয়া, বাংলাগড়, কাউনসিল হাট ঈদগাহ, মুন্সি আব্দুল্লাহ, মুরাদ বক্স রহমানিরা, বনগাঁও, চাপোড় পাব্বর্তীপুর, রানীশংকৈল, গোগর আদর্শ, ভেলাই, রাতের (আর) এফ এস, কাদিহাট বেগুনবাড়ী, হোসেনগাঁও, সি এস দাখিল, রাউতনগর আদর্শ, চন্দনচহট আলহাজ্ব ইমার উদ্দীন, দুল্লভপুর ও লক্ষীরহাট নুর আলা দাখিল মাদ্রাসা। আলিম পর্যায়ে নেকমরদ পীর নাছেরিয়া ইসলামিয়া ও আরজি কিসমত সিদ্দাগড় আলিম মাদ্রাসা এবং কামিল পর্যায়ে আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা।
পীরগঞ্জ উপজেলায় মোট ২৪টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ২০টির মধ্যে ভেলাতৈড় দরবগাজী দাখিল মাদ্রাসা, রনশিয়া হামিদিয়া, গুয়াগাঁও মহিলা, সুর্যপুর, আমবালা, আলাহাজ্ব শাশোর মন্ডল, চন্দরিয়া ঈদগাঁহ বেগুনগাঁও, কোষাডাংগীপাড়া, মহাম্মদপুর, বেলদহী, মহেষপুর দারুলহুদা, ইসলামপুর, নারায়নপুর গোয়ালপাড়া মহিলা, কানাড়ী, বড়বাড়ী বোলদিয়ারা, ভোমরাদহ ইসলামিয়া, থুমনিয়া হাজিপাড়া, লোহাগাড়া দাখিল মাদ্রাসা ও শিমুলবাড়ী দাখিল মাদ্রাসা। আলিম পর্যায়ে মাদ্রাসাগুলো হলো ভামদা আলিম মাদ্রাসা ও ভেবড়া আলিম মাদ্রাসা। কামিল পর্যায়ে হাটপাড়া ফাজিল মাদ্রাসা ও পীরডাংগী এস আই ফাজিল মাদ্রাসা।
হরিপুর উপজেলায় মোট ১৫টির মধ্যে দাখিল পর্যায়ে মোট ১১টির মধ্যে খামার ঈদগাহ দাখিল মাদ্রাসা, শিহিপুর সাখাওয়াৎ, গেদুড়া মারাধার, বরমপুর ইসলামিয়া, তিনুয়া কাদেরিয়া, জামুন হাজী নৈমুদ্দিন, তোররা ইউসুফিয়া, গেদুড়া ইউনিয়ন কেন্দ্রীয়, বকুয়া, তোররা বালিকা দাখিল মাদ্রাসা ও ভাতুরিয়া আদর্শ দাখিল ম্রাদাসা। আলিম পর্যায়ে হরিপুর আলিম মাদ্রাসা, বীরগড় ডি.এস. আলিম মাদ্রাসা ও আসলেউদ্দীন প্রধান সিনিয়র মাদ্রাসা এবং ফামিল পর্যায়ে বনগাঁও ফাজিল ম্রাদাসায় এ পর্যন্ত কোন শহীদ মিনার স্থাপন করা হয়।

 

মো. আসাদুজ্জামান শামিম
ঠাকুরগাঁও।
০১৭১৬৩৫৫৪৫৯।

 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন