
স্টাফ রিপোর্টার:আলু উৎপাদন, সংরক্ষণ, বিপণন ও ব্যবহার শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রোপ্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিল এর সহযোগিতায় বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের আয়োজনে শনিবার দিনব্যাপী হাওলাদার হিমাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
কর্মশালায় হাওলাদার হিমাগার লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিসিএসএ এর প্রেসিডেন্ট মোস্তাফা আজাদ চৌধুরী বাবু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও বিসিএসএ এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার প্রামাণিক, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ–পরিচালক মোঃ সিরাজুল ইসলাম, বিসিএসএ এর পরিচালক শরিফুল ইসলাম বাবু, তরিকুল ইসলাম খান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইশতিয়াক আহমেদ, মেকানিক্যাল কাম রেফ্রিজারেশন প্রকৌশলী আবদুর রাজ্জাক মিয়া, প্রকৌশলী মিজানুর রহমান, বিপিসি এর উপ–পরিচালক মোঃ আনিসুর রহমান, বিসিএসএ এর হিসাবরক্ষক মোহাম্মদ ইসলাম প্রমুখ।
এই কর্মশালায় কৃষক, হিমাগার মালিক, শ্রমিক ও কর্মচারীরা অংশ নেয়।
উক্ত কর্মশালায় আলু উৎপাদন, হিমাগারে সংরক্ষণ, বাজারজাতকরণ, ব্যবহার, রপ্তানি, আলুর পোকামাকড় ও রোগবালাই দমন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং সার্বিক কৃষি উন্নয়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।