Home » ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশন মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে গার্ল গাইডস এসোসিয়েশন মতবিনিময় সভা

by নিউজ ডেস্ক
লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে ও বিকেলে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আতিক হাসান,
ভারপ্রাপ্ত সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সৈয়দ মোকাদ্দেম ইবনে সালাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইড এসোসিয়েশন ঠাকুরগাঁও জেলা শাখার জেলা সভাপতি রহিমা চৌধুরী, স্থানীয় সভাপতি মনোয়ারা বেগম লিলি, সাধারণ সম্পাদক কানন চক্রবর্তী, স্থানীয় সেক্রেটারি ফোরাতুন নাহার প্যারিস, ওয়ারেন্ট গাইডার আজিজা আক্তার জাহান, কোষাধক্ষ্য আনজুমান আরাসহ অন্যান্য গার্ল গাইড সদস্যবৃন্দ।
সভায় নারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে হলদে পাখি সামনে দিনগুলোকে আরো কিভাবে ভালো কার্যক্রম করা যাবে সে বিষয়ে দিকে এগিয়ে যাচ্ছে তারা।
দুটি স্থানে মত বিনিময় সভায় জেলা ও সদর উপজেলার প্রায় ৭৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন