ঠাকুরগাঁও প্রতিনিধি :ঠাকুরগাঁওয়ে ‘জিংক গম ও জিংক ধান ‘শীর্ষক ‘স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম ‘অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইএসডিও এর আয়োজনে ও পরিচালনায় হারভেস্ট প্লাস এর বাস্তবায়নের রিয়েক্টস ইন প্রজেক্ট এর আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বৈকন্ঠপুর গ্রামের পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, ইএসডিও রিয়েক্টস– ইন প্রজেক্টের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম, পিসি মোঃ কামরুল ইসলাম। এছাড়াও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ মোট ১০০ জন ছাত্রী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিংক ধান ও গমের উপকারিতা, মানব দেহে জিংকের প্রয়োজনীয়তা, জিংক গমের রুটি ও জিংক ধানের ভাত নিয়মিত খাওয়ার মাধ্যমে জিংকের ঘাটতি মেটানো সহ ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।