Home » ঠাকুরগাঁওয়ে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ঠাকুরগাঁওয়ে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ জমজমাটপূর্ন আয়োজনের মধ্য দিয়ে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্টর ফাইনাল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
“টিজিবিএইচএস ফুটবল প্লানেট” এর আয়োজনে টুর্নামেন্টের সমাপনী খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মির্জা ফয়সল আমীন, গেষ্ট অব অনার পৌর বিএিনপির সভাপতি, বিশিষ্ট সমাজ সেবক ও জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা মো: শরিফুল ইসলাম শরিফ, গেষ্ট অব অনার জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নারগুন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: পয়গাম আলী, বিশেষ অতিথি জেলা ছাত্রদলের সভাপতি কৃতী ফুটবলার মো: কায়েস প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন জেলা ফুটবল রেফারিজ এসোসিয়েশনের উপদেষ্টা ও সাবেক কৃতী খেলোয়াড় মো: ফারুক হোসেন, অপর উপদেষ্টা ও ক্রীড়া ব্যক্তিত্ব মো: মাজেদ জাহাঙ্গীর অপু, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জুয়েল আলম, নারগুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাহাবুব আলম, “টিজিবিএইচএস ফুটবল প্লানেট”’র সদস্য স্মরন, আকাশসহ অত্র সংগঠনের অন্যান্য সদস্য, অংশগ্রহনকারী বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ। খেলা চলাকালীন হাজারও দর্শকের সমাগম উত্তাপ বাড়িয়ে দেয়।
সমাপনী খেলায় “ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়” টিম ১ – ০ গোলে “নারগুন উচ্চ বিদ্যালয়” টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালকের দায়িত্ব পালন করেন মো: আসাদুজ্জামান শামিম। সহকারী পরিচালক ছিলেন মো: দারুল ইসলাম ও মো: মনিরুজ্জামান। শেষে উভয় টিমকে প্রাইজ মানি ও ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দ।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার একই ভেন্যুতে সদর উপজেলার ৮টি বিদ্যালয় টিম নিয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টিমগুলো হলো, ফাইনালের ২টিম, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়, বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়, আর,কে ষ্টেট উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, সালন্দর উচ্চ বিদ্যালয় ও ইকো পাঠশালা এন্ড কলেজ।

You may also like