Home » ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে আগুনে ২৫শ মুরগি পুড়ে ছাই

ঠাকুরগাঁওয়ে পোল্ট্রি ফার্মে আগুনে ২৫শ মুরগি পুড়ে ছাই

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: ঠাকুরগাঁওয়ে একটি পোল্ট্রি ফার্মে আগুন লেগে দুই হাজার পাঁচশত মুরগি পুড়ে মারা গেছে। এ সময় ফার্মে যন্ত্রপাতিসহ আধাঁপাকা তিন ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে ৫ লক্ষ টাকা হয়েছে।
শুক্রবার দুপুরে সদর উপজেলার রায়পুর বিল এলাকায় ফার্জিনা হাস্কিং মিলে একাংশে পোল্ট্রি ফার্মে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফার্মের লোকজন মসজিদে নামাজ আদায় করতে গেলে হঠাৎ স্থানীয়রা ফার্মের ভিতরে আগুন দেখে ফার্মের মালিক ও ফায়ার সাভির্সে খবর দেয়। পরে ঠাকুরগাঁও ফায়ার সাভির্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় আশরাফ আলী ও জসিম উদ্দীন নামে দুইজন মিলে গত বছর থেকে মিলটি ভাড়া নিয়ে পোল্ট্রি ফার্ম পরিচালনা করে আসছিলেন।
আশরাফ বলেন, দুপুরে বিদ্যুতের লাইন বন্ধ করে আমরা নামাজে যায়। ফার্মটির পাশে কোন জনবসতি নেই। বিদ্যুতের লাইনও বন্ধ ছিল। কেউ ফর্মের বাহির থেকে আগুন লাগিয়ে দেয়। বাতাশের সাহায্যে আগুণ দ্রুত ছড়িয়ে পড়লে এমন ঘটনা ঘটে। ফার্মের তিনটি ঘরসহ দুই হাজার পাঁচশত মুরগি পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমাদের ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
জসিম উদ্দীন বলেন, মুরগি গুলো ছিল আমাদের দুইটি পরিবারের স্বপ্ন। আমাদের স্বপ্ন ভেঙ্গে গেছে। আমরা পথে বসে গেলাম। আমাদের জন্য এটা অনেক বড় ক্ষতি। আমরা ইতোমধ্যে ফার্ম লাভবান হতে শুরু করেছিলাম সেটা কেউ সহ্য করতে পারছিল না। এ জন্যই মনে আগুন দিয়েছে।
আগুনে দুই হাজার পাঁচশত মুরগি মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম।

You may also like