শহর সংবাদদাতা: কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মারা মাগফেরাত কামনায় গায়েবী জানাজা করেছে ঠাকুরগাঁও জেলা গণতান্ত্রিক আন্দোলন সমমনা দল। এতে অংশনেন জেলা বিএনপির নেতৃবৃন্দ। অপরদিকে নিহত ছাত্রলীগ নেতার আত্মার মাগফেরাত কামনায় গায়েবী জানাজা আদায় করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
বুধবার (১৭ জুলাই) দুপুর ২ টার দিকে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন ন্যায্য ও যৌক্তিক। বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র-তরুণদের এই আন্দোলনে যেভাবে পরিকল্পিতভাবে বলপ্রয়োগ করা হয়েছে এবং সরকারি দলের ছাত্রসংগঠন ছাত্রলীগসহ তাদের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় সারাদেশে হামলা, আক্রমণ ও গুলিবর্ষণ করা হয়েছে, গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখনও পর্যন্ত ৭ জনকে হত্যা হয়েছে। এই ঘটনায় আমরা ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বক্তব্যে শেষে নিহত শিক্ষার্থীদের আত্মারা মাগফেরাত কামনায় গায়েবী জানাজার নামাজ আদায় করেন তারা।
অপরদিকে দুপুর ৩ টার দিকে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে গায়েবী জানাজা আদায় করেন জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আ স ম গোলাম ফারুক রুবেল, প্রচার সম্পাদক সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলোসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
জানাজা শেষে নিহত ছাত্রলীগ নেতার আত্মারা মাগফেরাত কামনায় দোয়া করেন তারা।