Home » ঠাকুরগাঁওয়ে শিশু আইন-২০১৩ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে শিশু আইন-২০১৩ বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত

by নিউজ ডেস্ক
ঠাকুরগাঁও প্রতিনিধি: শিশু আইন-২০১৩ বাস্তবায়নে লিগ্যাল এইড প্যানেলের আইনজীবীদের দক্ষতা বাড়াতে ঠাকুরগাঁওয়ে দুইদিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের স্ট্রেংদেনিং অল্টারনেটস অ্যান্ড রেস্টোরেটিভ জাস্টিস সিস্টেম ফর চিলড্রেন (এসএআরসি) প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৫ নভেম্বর) শুরু হওয়া এই প্রশিক্ষণ শনিবার (১৬ নভেম্বর) শেষ হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও সিনিয়র জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিঞা। বিশেষ বক্তা ছিলেন শিশু আদালতের বিচারক মো. জামাল হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) এস. রমেশ কুমার ডাগা এবং ইউনিসেফ বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন সেকশনের জাতীয় বিশেষজ্ঞ মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম জেলা ও দায়রা জজ মো. লুৎফর রহমান।
প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউনিসেফের রংপুর ও রাজশাহী বিভাগের চাইল্ড প্রোটেকশন অফিসার জেসমিন হোসাইন।
প্রশিক্ষণের মাধ্যমে আইনজীবীদের শিশু আইন-২০১৩ সম্পর্কে গভীর ধারণা প্রদান, ন্যায়বিচার নিশ্চিত করা এবং শিশুদের পুনর্বাসন প্রক্রিয়া শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করা হয়।

You may also like