Home » ঠাকুরগাঁওয়ে শিশু নিবির শেখ হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার-১

ঠাকুরগাঁওয়ে শিশু নিবির শেখ হত্যার ঘটনায় মামলা : গ্রেফতার-১

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ পৌর শহরের সালন্দর মাদ্রাসাপড়ার শিশু নিবির শেখ (১৩) হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়। শনিবার ওই শিশুর মা মোছা: শিল্পি খাতুন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে প্রতিবেশী মো: রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
মামলার বিবরনে জানা যায়, ওই মহল্লার প্রবাসী আব্দুস সালাম বাবুলের স্ত্রী গৃহিনী। তিনি ২ ছেলে সন্তানসহ ওই বাড়িতে বসবাস করেন। গত ১৮ এপ্রিল সকালে তার ছোট ছেলে নিবির শেখ প্রতিবেশী রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়ার সাথে শহরের বাসস্ট্যান্ডে ঔষুধ কিনে বাড়িতে ফিরে এসে পুনরায় দুপুরে বাড়ি থেকে বের হয়ে নিরুদ্দেশ হয়। পরে তার খোজ না পেয়ে পরদিন তার মা সদর থানায় সাধারন ডায়েরী করে মাইকিং করেও সন্ধান পাননি।
পরে শনিবার ভোরে বাড়ির পাশের একটি গলিতে নিবির শেখের বিভৎস মরদেহ দেখতে পায় পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে অভিযান শুরু করে। অবশেষে এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ওই মহল্লার রফিকুল ইসলাম ওরফে মানিক মিয়াকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। মানিক মিয়া এ হত্যাকান্ডে জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছেন। পরে তার বাড়ি থেকে রক্তমাখা বস্তা, সুতলি সহ বিভিন্ন আলামত উদ্ধার করে ফরেনসিক বিভাগে প্রেরন করা হয়েছে বলে পুলিশ কর্তৃক আদালতে পাঠানো প্রতিবেদনে উল্লেখ করা হয়।

 

 

You may also like