Home » ঠাকুরগাঁওয়ে সিপিবি‘র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

ঠাকুরগাঁওয়ে সিপিবি‘র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট:
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) ‘র ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালপতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার এ আয়োজন করে সিপিবি ঠাকুরগাঁও জেলা কমিটি। সকালে উদীচী জেলা কার্যালয় থেকে একটি লালপতাকা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা কমিটির সভাপতি ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাড.আবু সায়েম,সহকারী সাধারণ সম্পাদক আহছানুল হাবিব বাবু,সম্পাদক মন্ডলীর সদস্য চৌধুরী আনোয়ার হোসেন, আবেদ হোসেন,সৈয়দ মিজানুর রহমান,সদস্য রেজওয়ানুল হক রিজু, মেহেদী হাসান লেলিন প্রমূখ।
বক্তারা বলেন রাজনীতি এখন দুর্বৃত্তদের হাতে বন্দি। এরাই পালাক্রমে ক্ষমতা দখল করে আছে। এদের হাত থেকে দেশ মুক্ত করতে হবে। একই সাথে গণতন্ত্রহীনতা,লুটপাটন্ত্র,সাম্প্রদায়িকতা,সা¤্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। সরকার পাচারের টাকা উদ্ধার,খেলাপী টাকা আদায় ও দুর্নীতি-লুটপাট বন্ধে কোন উদ্যোগ নেয় না। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। বক্তারা আরো বলেন কমিউনিস্ট পার্টি ক্ষমতায় গেলে মানুষের মর্জাদা প্রতিষ্ঠা,সম্পদের সুষম বন্টন,সকলের শিক্ষা,চিকিৎসা,কাজ নতুন প্রজন্মের সামনে সবার উপযোগি বাংলাদেশ গড়ার দৃশ্যমান কাজ করবে।

You may also like