Home » দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হলো এশিয়ার সর্ববৃহৎ ইদ জামাত

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হলো এশিয়ার সর্ববৃহৎ ইদ জামাত

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এশিয়ার সর্ববৃহৎ ইদের জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ই এপ্রিল) সকাল ৯ টা ৪ মিনিটে ইদের জামাত শুরু হয়। ইদুলফিতরের নামাজে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাশেমী।

নামাজের সময় ২২ একরের গোর-এ-শহীদ বড় ময়দান মুসল্লি দ্বারা কানায় কানায় পূর্ণ হয়। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, এ ইদগাহে প্রায় ৬ লক্ষ মুসল্লি ইদের নামাজ আদায় করেন। ইদের নামাজ উপলক্ষ্যে গোর-এ-শহীদ বড় ময়দানে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এ ছাড়া পার্শ্ববর্তী জেলা-সহ দূরদূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে পার্বতীপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে দুটি বিশেষ ট্রেনেরও ব্যবস্থা করা হয়।

বৃহৎ এই ইদ জামাতে অংশ নেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, দিনাজপুরের জেলাপ্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ-সহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ। ইদুলফিতরের নামাজ ও খুতবা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন