পিআইডি, রংপুর: বাংলাদেশের জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী ১৭ই মার্চ (রবিবার) সকালে রংপুর আসছেন। সফরসূচি অনুযায়ী ১৭ই মার্চ দুপুর ১ টা ৩০ মিনিটে স্পীকার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার’-এর নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর বেলা ২ টায় তিনি সরকারি শাহ আব্দুর রউফ কলেজ প্রাঙ্গণে ‘হার পাওয়ার : প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ প্রকল্পের আওতায় রংপুর বিভাগের নারী প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
১৮ই মার্চ (সোমবার) সকালে স্পীকার পীরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনগণের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং স্থানীয়ভাবে নির্ধারিত বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করবেন। ওই দিন বিকালে তিনি ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন। বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের সহকারী একান্ত সচিব-১ মো: জসীম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।