৩২২
লোকায়ন রিপোর্ট: নীলফামারীতে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় ৫ মার্চ সকাল ১০ টায় নীলফামারীর টিএলএমআই প্রশিক্ষণ কেন্দ্রে জেলার কেচোঁ সার উৎপাদনকারী উদ্যোক্তাদের শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শিখন বিনিময় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশ জানো প্রকল্পের টেকনিক্যাল অফিসার নিউট্রিশন সেনসেটিভ এগ্রিকালচার নিহার কুমার প্রামানিক উপস্থিত ছিলেন জানো প্রকল্পের ইএসডিও র প্রকল্প ব্যাবস্থাপক মোঃ রেজওয়ানুর রহমান, ইএসডিও জানো প্রকল্পের সহকারী প্রকল্প ব্যাবস্থাপক নীলফামারী পোরশিয়া রহমান, জানো প্রকল্পের ইএসডিও র নীলফামারী সদর উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্ প্রমুখ।
উক্ত কর্মশালায় নীলফামারী জেলার ৪৩ জন ভার্মি কম্পোস্ট উদ্যোক্তা উপস্থিত থেকে তাদের ঘুরে দ্বাড়ানোর গল্প উপস্থাপন করেন এবং অনেক জানো প্রকল্পের সহযোগিতায় গল্প বলতে বলতে আবেগ প্রবণ হয়ে পড়েন এবং প্রকল্পের সাফল্য কামনা করেন।
উল্লেখ জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভলপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নের জন্য মাঠ পর্যায়ে সরকারের কাজকে সহায়তা করে আসছে