Home » নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

নীলফামারীতে কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

by নিউজ ডেস্ক
লোকায়ন রিপোর্ট: ৬ ফেব্রুয়ারী ২০২৪ মঙ্গলবার ১১ টায় নীলফামারী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের মিটিং রুমে সদর উপজেলার ৪৫ টি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার গনের মাঝে ক্লিনিকে আসা সেবা গ্রহীতা গ্রামীণ জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জয়েন্ট এ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম (জানো)  প্রকল্পের পক্ষ হতে শিশুদের ডিজিটাল ওজন পরিমাপক যন্ত্র, রক্ত চাপ পরিমাপক যন্ত্র ও নেভূলাইজার মেশিন বিতরণ করা হয়। 
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আবু হেনা মোস্তফা কামাল, ইএসডিও জানো প্রকল্পের উপজেলা ম্যানেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্ , উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মোঃ কামরুজ্জামান সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও জানো প্রকল্পের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উল্লেখিত ডিজিটাল যন্ত্রের ব্যাবহার পদ্ধতি শিখিয়ে দেন।
উল্লেখ জয়েন্ট এ্যাকশন পর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)  সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে সরকারকে সহায়তা প্রদান করে আসছে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন