Home » পঞ্চগড়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব -১৫ বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

পঞ্চগড়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব -১৫ বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট: পঞ্চগড়ে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব -১৫ বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে।

আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস পঞ্চগড়ের আয়োজনে পঞ্চগড়ের বোদা উপজেলায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনূর্ধ্ব -১৫ বাছাই প্রতিযোগিতা ও মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানটিতে পঞ্চগড় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোদা সরকারি পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামেরুল হক প্রমুখ। বাছাই প্রতিযোগিতায় ০৪ টি দলে পঞ্চগড় জেলার মোট ৭২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এদের মধ্যে থেকে ২৪ নিয়ে মূল প্রশিক্ষণ আরাম্ভ হবে।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন