Home » পাঁচ বছরে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ২১ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান ও ৯ কোটি টাকা ঋণ বিতরণ  

পাঁচ বছরে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ২১ হাজার জনকে প্রশিক্ষণ প্রদান ও ৯ কোটি টাকা ঋণ বিতরণ  

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

আধুনিক জীবনমনস্ক ও দক্ষ যুবসমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যুব উন্নয়ন অধিদপ্তর বহুমুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। গত পাঁচ বছরে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর ২১ হাজার ৭০৩ জন যুব নারী ও পুরুষকে প্রশিক্ষণ প্রদান করেছে। এর মধ্যে ৪ হাজার ৬৯৮ জনকে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ এবং ১৭ হাজার ৫ জনকে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, প্রশিক্ষণ গ্রহণকারী যুবদের মধ্যে ২ হাজার ৯৮১ জনের কর্মসংস্থান হয়েছে।

প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচির আওতায় কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর গত পাঁচ বছরে কম্পিউটার বেসিক প্রশিক্ষণ, অফিস ম্যানেজমেন্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, পোশাক তৈরি ও মৎস্য চাষ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেছে। ১ মাস হতে ৬ মাস মেয়াদে এসব প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তর স্থানীয় চাহিদার ভিত্তিতে উপজেলা কার্যালয়ের মাধ্যমে বিভিন্ন ট্রেডে প্রত্যন্ত অঞ্চলে অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করে। ৭ দিন থেকে ২১ দিন মেয়াদে এসব প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ ছাড়াও কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তর প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে গত পাঁচ বছরে ৯ কোটি ২২ লাখ ১ হাজার টাকা ঋণ বিতরণ করেছে।

You may also like