Home » প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের নিয়ে জিংক ধান সম্পর্কিত সভা

প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের নিয়ে জিংক ধান সম্পর্কিত সভা

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের নিয়ে রিয়েক্টস ইন প্রকল্পের মাধ্যমে ও হারভেষ্টপ্লাসের সহযোগীতায় বায়োফর্টিফাইড জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান১০০- এর সম্পর্কিত আলোচনা সভা ও মাঠ দিবস করা হয়েছে।

বুধবার ( ৫ জুন) বিকাল ৫ টায় আরডিআরএস বাংলাদেশ এর আয়োজন ও বাস্তাবায়নে জেলার প্রত্যন্ত এলাকা হরিপুর উপজেলার মশালগাঁও গ্রামের কৃষক ও কৃষাণীদের নিয়ে মাঠ দিবস আলোচনা সভা করা হয়।

এর আগে ওই গ্রামের প্রদর্শনী প্লট পরিদর্শন ও এক কৃষকের সিংহ ভাগ জমির ধান কর্তন এবং মাড়াই করে ফলন পরীক্ষা করা হয়। তাতে ৩৩ শতাংশের একবিঘা জমিতে ফলান পাওয়া যায় ২৫ মণ। পরে স্থানীয় কৃষকদের নিয়ে মাঠ দিবসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী মো. দেলোয়ার হোসেন ও মো. মোবাশ্বেরুল ইসলাম। এছাড়া আরডিআরএস বাংলাদেশ এর টেকনিক্যাল কৃষি কর্মকর্তা মো. শাহীনূর ইসলাম ও মো. রবিউল ইসলামসহ স্থানীয় কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবসে কৃষকদের জিংক ধান চাষে উদ্বুদ্ধ করতে, অবহিতকরণ আলোচনা সভায় অতিথিরা মানবদেহে জিংক এর গুরুত্ব, বঙ্গবন্ধু ধান ১০০ উৎপাদন প্রক্রিয়া, ফলন, কৃষকদের প্রযুক্তি বিস্তার, রোগ বালাইসহ নানা দিকসহ মানুষের দেহে জিংকের ঘাটতি পুরণে কৃষকদের বেশি করে জিংক সমৃদ্ধ ধান চাষ ও এধানের চালের ভাত খাওয়ার পরামর্শ প্রদান করেন।

জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতে ও কৃষক পর্যায়ে মানসম্পূর্ন ধানের বীজের সরবরাহ এবং চাল স্থানীয় বাজারে সহজলভ্য করার লক্ষ্যে আরডিআরএস বাংলাদেশ ও হারভেষ্টপ্লাসের সদস্যরা কাজ করে যাচ্ছেন বলে জানান অনুষ্ঠান আয়োজনকারীরা।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন