পিআইডি, রংপুর:
রংপুর আরডিআরএস কার্যালয়ের বেগম রোকেয়া অডিটোরিয়ামে প্রত্যাগত অভিবাসী কর্মীদের সুরক্ষার লক্ষ্যে অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১শে মার্চ) রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ও ওয়েলফেয়ার সেন্টারের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ রিয়াজ উদ্দিন।
প্রধান অতিথির বক্তৃতায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের জীবনমান উন্নয়নে সরকার ‘রিকভারি অ্যান্ড এডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট’ (রেইস) প্রকল্প গ্রহণ করেছে। এ প্রকল্পের আওতায় ২০১৫ সাল হতে বিদেশ-ফেরত কর্মীদের প্রত্যেককে রেজিস্ট্রেশন সাপেক্ষে ১৩ হাজার ৫০০ টাকার প্রণোদনা প্রদান করা হচ্ছে। এ ছাড়াও প্রত্যাগত অভিবাসী কর্মীদের ওরিয়েন্টেশন, কাউন্সেলিং, আইনি সহযোগিতা, আত্মকর্মসংস্থানে সহযোগিতা-সহ কল্যাণমূলক অন্যান্য সহযোগিতা প্রদান করা হচ্ছে। ‘রেইস’ প্রকল্পে রেজিস্ট্রেশন করে সেবা গ্রহণের জন্য তিনি প্রত্যাগত অভিবাসী কর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময় সভার শুরুতে ‘রেইস’ প্রকল্পের প্রকল্প পরিচালক সৌরেন্দ্র নাথ সাহা প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে তথ্যচিত্র উপস্থাপন করেন।
উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে কয়েকজন প্রত্যাগত অভিবাসী কর্মী তাঁদের বাস্তব জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। ‘রেইস’ প্রকল্প গ্রহণ করায় প্রত্যাগত অভিবাসী কর্মীগণ সরকারকে ধন্যবাদ জানান।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি আনিকা রহমান, রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, উপ-পুলিশ কমিশনার মোঃ আবু বকর সিদ্দীক প্রমুখ।