Home » ‘বরিশালে ছয় লেনের আধুনিক মহাসড়ক হবে’

‘বরিশালে ছয় লেনের আধুনিক মহাসড়ক হবে’

by অনলাইন ডেস্ক

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভাঙ্গা থেকে বরিশাল ছয় লেনের আধুনিক মহাসড়ক তৈরি করা হবে। এ জন্য ইতোমধ্যে জমি অধিগ্রহণ শুরু হয়েছে।’ শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

আওয়ামী লীগের সরকারের আমলে দেশের অগ্রগতির কথা তুলে ধরে জনসভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির অপশাসনের বিরুদ্ধে ২০০৮ সালে মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এলে বাংলাদেশ এগিয়ে যায়। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ। আমরা ডিজিটাল বাংলাদেশের রূপরেখা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেবো। কোনও ঘর অন্ধকারে থাকবে না। সেই কথা আমরা রেখেছি। আজকে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। দারিদ্র্য বিমোচন করেছি। ডিজিটাল বাংলাদেশ করেছি।’

বরিশাল অঞ্চলের উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ‘আমরা পায়রা ও পদ্মা সেতু করেছি। পায়রা বন্দর হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়, মেরিন অ্যাকাডেমি হয়েছে। বরিশাল বিভাগের ভোলার গ্যাস সিএনজি করে আপাতত ঢাকায় নিচ্ছি। ভবিষ্যতে ভোলার গ্যাস বরিশালে আনার ব্যবস্থা করবো।’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘রেললাইনে আগুন, ক্লিপ খুলে ফেলা এসব কি মানুষের কাজ হতে পারে? তারা মানুষ নয়, তারা সন্ত্রাসী, খুনি ও যুদ্ধাপরাধী। তারা নির্বাচন চায় না। আপনারা ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে নৌকার প্রার্থীদের ভোট দিয়ে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। এই নৌকা নূহ নবীর নৌকা, প্লাবন থেকে এই নৌকা হাজার মানুষকে বাঁচিয়ে ছিল। এই নৌকা বঙ্গবন্ধুর নৌকা, এই নৌকা আওয়ামী লীগের নৌকা।’

প্রধানমন্ত্রী বরিশাল বিভাগের নৌকা প্রতীকের প্রার্থীদের নাম ঘোষণা করে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন– আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, নৌকা প্রতীকের প্রার্থী পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ও অন্যরা।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন