Home » বালিয়াডাঙ্গীতে সাবেক দুই এমপি, তিন উপজেলা চেয়ারম্যানসহ ২১৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

বালিয়াডাঙ্গীতে সাবেক দুই এমপি, তিন উপজেলা চেয়ারম্যানসহ ২১৪ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

by নিউজ ডেস্ক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনসহ এজাহার নামীয় ৬৪জন ও অজ্ঞাতনামা ১৫০জনসহ ২১৪ জনকে আসামি করে বিস্ফোরক ও প্যানাল কোড আইনে মামলা দায়ের করেন বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা।
রবিবার সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শওকত আলী সরকার। এর আগে শনিবার বালিয়াডাঙ্গী থানায় বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা মামলা দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৫ই জানুয়ারি এজাহারে উল্লেখিত আসামীরা গাছ কাটা মিস্ত্রী এবং ভ্যান গাড়ি সহ ১০০/১৫০ জন লোক হাতে লাঠি ও দেশিও অস্ত্র সস্ত্র, ককটেল, পটকা ইত্যাদি দলবদ্ধ হইয়া বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহার তফশীল জমিতে সাবেক এমপি দবিরুল ইসলাম, তারঁ ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের হুকুমে সকল আসামীরা আমার (বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা) জমিতে বে-আইনী অনুপ্রবেশ করিয়া সকলেই স্বমশ্বরে চিৎকার করিয়া তাহাদের হাতে থাকা অস্ত্র উচাইয়া ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দিলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে।

মামলায় আরও উল্লেখ করা হয়, আসামীদের হাতে থাকা কাচের বোতলে রক্ষিত পেট্রোল জাতীয় দ্রব্য পর্দাথে আগুন জ্বালিয়ে বিকট শব্দে বিস্ফোরন ঘটিয়েছে। এবং জনমনে আতংক সৃষ্টি করে। এসময় আসামীদের দ্বারা আমার হাউস বয়লার, মিল-চাতাল, মটর, সিদ্ধ ধান, গাছপালা কর্তন, লুন্ঠন ফাংস যজ্ঞের ১৫ লক্ষ ৪৮ হাজার টাকার ক্ষতি করে।
অন্যান্য আসামিরা হলেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর কুমার রায়, প্রাক্তন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী, তার ছোট ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, তার ছেলে বড়বাড়ী ইউপি চেয়ারম্যান আকরাম আলী, উপজেলা কৃষকলীগের সভাপতি মজিবর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোমিনুল ইসলাম ভাসানি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ ৬৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫০ জনসহ ২১৪ জনকে আসামি করে বীর মুক্তিযোদ্বা শামসুজ্জোহা বালিয়াডাঙ্গী থানায় প্যানাল কোড তৎসহ বিস্ফোরক দ্রব্যাদি আইনে একটি মামলা দায়ের করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কোন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।
উল্লেখ মামলার প্রধান আসামী সাবেক এমপি দবিরুল ইসলাম ও তার ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন বিভিন্ন মামলায় বর্তমানে জেলহাজতে রয়েছেন।

 

 

You may also like