বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় “জীবনের জন্য বিজ্ঞান” “শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন” শ্লোগানকে সামনে রেখে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ মে) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন এবং বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর বাস্তবায়নে ২ দিন ব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা, উপজেলা কৃষি কর্মকর্তা মো: সাজ্জাদ হোসেন সোহেল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা গুলজার রহমান প্রমুখ। অনুষ্ঠানে, মানুষকে বিজ্ঞান মনস্ক করতে এবং স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তিকে প্রত্যন্ত অ লে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে উপজেলা পর্যায়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রদর্শনী শীর্ষক সেমিনারে উপজেলার বিভিন্ন দপ্তর, এনজিও, স্কুল, কলেজ সহ সর্বমোট ১০ টি স্টল প্রদর্শনী মেলায় অংশগ্রহন করেন। পরে অতিথিরা মেলায় অংশ নেয়া স্টল পরিদর্শন করেন।