Home » বিটিভির তালিকাভূক্ত শিল্পী হলেন জ্যোতিষ

বিটিভির তালিকাভূক্ত শিল্পী হলেন জ্যোতিষ

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ টেলিভিষনের তালিকাভূক্ত শিল্পী হয়েছেন ঠাকুরগাঁওয়ের গণসংগীত শিল্পী জ্যোতিষ চন্দ্র বর্মন। গত নভেম্বর মাসে তিনি সংগীত শিল্পী হিসেবে অডিশনে অংশগ্রহণ করেন। গত পরশু বিটিভি থেকে মোবাইল ফোনে এসএমএস করে তাকে জানানো হয় তিনি পল্লীগীতি শিল্পী হিসেবে তালিকাভূক্ত হয়েছেন।
জ্যেতিষ ঠাকুরগাঁও সদর উপজেলার ধর্মপুর গ্রামের প্রয়াত জগেন্দ্র নাথ বর্মন ছোট ছেলে। ছোট বেলা থেকেই গান শিখতেন। গণসংগীত ও পল্লী গানে স্থানীয় ও জাতীয় ভাবে বেশ সুনাম রয়েছে তার। সে বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের তালিকাভূক্ত নিয়মিত শিল্পী। জ্যোতিষ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদের সংগীত বিভাগের সম্পাদক ও প্রশিক্ষক। তিনি জাতীয় গণসংগীত প্রতিযোগিতায় ২০১৯ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
বিটিভিতে তালিকাভূক্ত শিল্পী হওয়ায় শুভেচ্ছা জানান উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন