Home » বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। এ বছর জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে, ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’। দিবসটি উপলক্ষ্যে রবিবার (১০ই মার্চ) সকালে ঠাকুরগাঁও জেলাপ্রশাসনের উদ্যোগে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলাপ্রশাসক মাহবুবুর রহমান।

প্রধান অতিথির বক্তৃতায় জেলাপ্রশাসক বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণকে সচেতন করতে হবে। দুর্যোগপূর্ব প্রস্তুতি ও দুর্যোগকালীন করণীয় বিষয়ে জনগণকে ধারণা দিতে বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে। এ উদ্যোগ বাস্তবায়নে তিনি  জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস-সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।  

আলোচনাসভায় সরকারি কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য, সাংবাদিক, এনজিওকর্মী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

এ ছাড়াও দিবসটি উপলক্ষ্যে ঠাকুরগাঁওয়ে র‌্যালি এবং দুর্যোগ মোকাবিলা-বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। 

You may also like