স্পোর্টস ডেস্ক
ফুটবলে আর্জেন্টিনা-নাইজেরিয়া দ্বৈরথ আইকনিক লড়াইয়ের একটি। বিশেষ করে বিশ্বকাপে! তারা একই গ্রুপে পড়েছে পাঁচবার। যদিও প্রতিবার বিজয়ীর হাসি হেসেছে আর্জেন্টিনাই। বর্তমান চ্যাম্পিয়নরা এবার আফ্রিকার সুপার ঈগলদের মুখোমুখি হচ্ছে প্রীতি ম্যাচে।
আলবিসেলেস্তেরা পরবর্তী প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ঠিক করেছে। চীনে নাইজেরিয়া ও আইভরি কোস্টের বিপক্ষে খেলবে মেসির দল। কোপা আমেরিকার পূর্বে এই দুটি ম্যাচ দিয়েই নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ সুযোগ মেসিদের। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু হবে জুন মাসে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিজেদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে ম্যাচ দুটির কথা নিশ্চিত করেছে।
আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে হাংজুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। বেইজিংয়ে ওয়ার্কার্স স্টেডিয়ামে হবে আর্জেন্টিনা-আইভরি কোস্ট ম্যাচ। ম্যাচ দুটি আগামী ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
এই সফরে স্বাগতিক চীনের সঙ্গেও ম্যাচ খেলার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু তখন সিঙ্গাপুরের বিপক্ষে স্বাগতিকদের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ থাকায় সেটি আর সম্ভব হচ্ছে না।