Home » রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত

by নিউজ ডেস্ক

পিআইডি, রংপুর:

রংপুরে ঐতিহাসিক ক্যান্টনমেন্ট ঘেরাও দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৮শে মার্চ) সকালে রংপুর নগরীর নিসবেতগঞ্জে ‘রক্ত গৌরব’ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আবু জাফর। এরপর রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবু বকর সিদ্দিক, জেলা মুক্তিযোদ্ধা সংসদ-সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ২৮শে মার্চ সাধারণ মানুষ বাঁশের লাঠি ও তীর-ধনুক হাতে নিয়ে রংপুর ক্যান্টনমেন্ট ঘেরাও করেন। পাকিস্তান বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও অত্যাচারে পুঞ্জীভূত ক্ষোভ থেকেই সাধারণ জনগণ এই প্রতিবাদ জানায়। ওই সময় পাকিস্তানী সেনাবাহিনী ঘেরাওকারীদের উপর গুলি চালালে শত শত মানুষ নিহত হন।

You may also like