Home » রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম  ও মাংস বিক্রি 

রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম  ও মাংস বিক্রি 

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার : পবিত্র মাহে রমজান উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সুলভ মূল্যে মাংস, দুধ, ডিম মাঠা বিক্রি শুরু করেছে ইএসডিও প্রাণিসম্পদ বিভাগ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে চলমান থাকবে  এই কার্যক্রম আজ সকালে বিশেষ এই কার্যক্রমের উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মোঃ আবুল কালাম আজাদ রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে জনগণের মনে স্বস্তি আনতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা 

 

বাজারে সব ধরনের নিত্য পণ্যের দাম ঊর্ধমুখী  তাই বিপাকে রয়েছেন সাধারণ মানুষএমন পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে মাংসদুধডিম মাঠা  বিক্রি শুরু করেছে ইএসডিও ঠাকুরগাঁওয়ের বিভিন্ন স্থানে অস্থায়ী দোকানে চলবে এই কার্যক্রম এই কার্যক্রমের আওতায় ডিম ২৮ টাকা হালা,৫৫ টাকা লিটারের দুধ ১১০ টাকা লিটারে বিক্রি করছে মাঠা এছাড়াও খাসির মাংস বিক্রি করা হচ্ছে ৯৫০ টাকা কেজি দরে 

কার্যক্রমের প্রথম দিনেই পণ্য কম দামে কিনতে ভিড় করেন ক্রেতারা 

 

সুলভ মূল্যে পণ্য কিনতে আসা রনি ইসলাম নামের এক ক্রেতা বলেন , দ্রব্যমূল্যের উদ্ধগতির বাজারে আমরা অনেক কষ্টে আছি ইএসডিও এর উদ্যোগে এখানে মাংস, দুধ, ডিম মাঠা দেওয়া হচ্ছে সুলভ মূল্যে বাজারের তুলনায় কম দামে আমরা কিনতে পেরে খুব খুশি 

 

আরেক ক্রেতা নাসরিন বেগম বলেন, বাজারে ৮০ থেকে ৯০ টাকা লিটারে দুধ বিক্রি হচ্ছে অথচ আমরা এখানে আজ ৫৫ টাকা লিটারে দুধ পেলাম ধন্যবাদ জানাই ইএসডিও কে এমন আয়োজন করার জন্য ধরনের আয়োজন সারা বছর থাকলে আমাদের জন্য খুব ভালো হয় 

 

নিশ্চিন্তপুর গ্রামের রবিউল হক বলেন, ২৮ টাকা হালিতে ডিম পেলাম দাম বেড়ে যাওয়ায় অনেকদিন ডিম কিনতে পারিনি  তবে এই ডিম আমাদের পুষ্টির চাহিদা মেটাবে এছাড়াও এখানে খাসির মাংস বিক্রি হচ্ছে যা অনেকেই ক্রয় করছেন সুলভ মূল্যে ইএসডিও এই উদ্যোগ প্রশংসার যোগ্য 

 

খামারীদের উৎপাদিত পণ্য সুলভ মূল্যে ভোক্তাদের কাছে পৌঁছানোই এর উদ্দেশ্য বলে জানান ইএসডিওর এর প্রতিনিধি ডা. বাবুল চন্দ্র 

 

দরিদ্র মানুষের পুষ্টির চাহিদা মাথায় রেখেই এই আয়োজন করা হয়েছে বলে জানান জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আবুল কালাম আজাদ 

 

ইএসডিওর এমন উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে জেলা জুড়ে

You may also like