Home » রাণীশংকৈলে চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির দায়ে ইউপি সদস্যসহ গ্রেফতার-২

রাণীশংকৈলে চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির দায়ে ইউপি সদস্যসহ গ্রেফতার-২

by নিউজ ডেস্ক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর
ইউনিয়ন পরিষদের সদস্য ওয়াসিম(৩৫) ও সহযোগী শাহীনুর(২৮)কে চাঁদাবাজি ও মোটরসাইকেল চুরির দায়ে গত শনিবার ৯ মার্চ
গ্রেফতার করেছে পুলিশ। পরদিন রবিবার ১০ মার্চ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
থানায় মামলাসূত্রে জানা যায়, উপজেলার বাচোর ইউনিয়নের চোপড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মুনির ইসলাম(২০) গত ৪ মার্চ
বিকেলে মোটরসাইকেলযোগে বাকসা-সুন্দরপুর
এলাকা দিয়ে যাবার সময় ইউপি সদস্য ওয়াসিম ও তার লোকজন মুনিরের পথরোধ করে। তারা মুনিরকে বেধড়ক মারপিট করে তার কাছ থেকে মোটরসাইকেলটি হাতিয়ে নিয়ে চলে যায়। তার দুদিন পর, গত ৬ মার্চ ওয়াসিম ও তার সহযোগীরা মুনিরের বাড়িতে গিয়ে তার কাছে
৫০,০০০(পঞ্চাশ হাজার)টাকা চাঁদা চায়। টাকা
না দিলে মোটরসাইকেল ফেরৎ দেওয়া হবেনা বলে তারা জানায়। তারা মুনিরকে বিভিন্ন প্রকার
ভয়-ভীতি দেখায় ও হুমকি দেয়। উপায় না পেয়ে
মুনির গত ৯ মার্চ থানায় গিয়ে বাদি হয়ে লিখিত
অভিযোগ করেন। এরই প্রেক্ষিতে ওইদিনেই
পুলিশ ওয়াসিম ও শাহিনুরকে গ্রেফতার করে।

You may also like