Home » রানীশংকৈলে বসন্ত উৎসব পালন

রানীশংকৈলে বসন্ত উৎসব পালন

by নিউজ ডেস্ক

লোকায়ন রিপোর্ট
“ফাগুন রাঙাই উৎসবের রঙে,অহিংসা আর প্রেমের সংগীতে” এই প্রতিপাদ্য ধারণ করে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈলে উদযাপন করা হয়েছে বসন্ত উৎসব। শনিবার সন্ধ্যায় এ আয়োজন করে রানীশংকৈল ষড়জ শিল্পী গোষ্ঠী।
শুরুতে নৃত্য পরিবেশন করেন ষড়জ শিল্পী গোষ্ঠীর নৃত্য শিল্পীবৃন্দ। আবৃত্তি করেন উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের বাচিক শিল্পী মেহেদী রাজু খান, তাসীন বিনতে তারেক ও স্থানীয় শিল্পীরা।
সংগঠনের সভাপতি সহকারী অধ্যাপক রেজাউল ইসলামের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান,কথা সাহিত্যেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ,পৌর মেয়র মোস্তফিজুর রহমান, জেলা উদীচীর সভাপতি সেতারা বেগম,অধ্যক্ষ মহাদেব বসাক, সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক সলিম উল্লাহ প্রমূখ। স ালনা করেন সংগঠনের সাহিত্য বিষয়ক সম্পাদক ফেরদৌস বাহার ও দিলারা বেগম।
পরে সংগীত পরিবেশন করেন উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সংগীত সম্পাদক জ্যোতিষ চন্দ্র বর্মন ও ষড়জ শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ।

You may also like