Home » সোনাতলা উপজেলায় ইএসডিও‘র Anticipatory Action প্রকল্পের ওরেয়েন্টেশন সভা

সোনাতলা উপজেলায় ইএসডিও‘র Anticipatory Action প্রকল্পের ওরেয়েন্টেশন সভা

by নিউজ ডেস্ক

স্টাফ রিপোর্টার: বিশ্ব খাদ্য কর্মসূচী (World Food Programme) WFP সহায়তায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়নাধীন বগুড়া জেলার সোনাতলা উপজেলা Anticipatory Action প্রকল্পের আওতায় বন্যার আগাম পূর্বাভাস ভিত্তিক সারাদিন কার্যক্রম সম্পর্কে এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ই মার্চ) সকাল ১১টায় বগুড়া জেলার সোনাতলা উপজেলায় বীরমুক্তিযোদ্ধা কৃষিবিদ আব্দুল মান্নান মিলনায়তনে  উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আসফার সায়মার সভাপতিত্বে Anticipatory Action প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন WFP‘র  প্রতিনিধি শাহীন সুলতানা ,প্রো এসোসিয়েট, রংপুর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান  জান্নাতুল ফেরদৌসী রুম্পা, উপজেলা কৃষি অফিসার জনাব সোহরাব হোসেন, মৎস্য অফিসার জনাব হাফিজুর রহমান,থানা ইন্সপেক্টর (তদন্ত) আবু সুফিয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, ৬ নং তেকানী চুকাইনগর ইউপি চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মন্ডল, ৫নং মধুপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল আলীম, ১নং সোনাতলা ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেলাল,২নং বালুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আঃ আজিজ মন্ডল, ৩নং দিগদাইড় ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল হক,৪নং জোড়গাছা ইউপি চেয়ারম্যান  গোলাম রব্বানী,ইএসডিও প্রতিনিধি জনাব মোঃ শামীম হোসেন, এপিসি,  প্রমুখ। এসময় প্রকল্পের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।

You may also like