Home » স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ড পেলেন আখতারুজ্জামান

স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ড পেলেন আখতারুজ্জামান

by নিউজ ডেস্ক

ফিরোজ আমিন সরকার ॥ স্কাউটিংয়ের উন্নয়ন ও সম্প্রসারণে বিশেষ অবদান রাখায় দ্বিতীয় সর্বোচ্চ রৌপ্য ইলিশ অ্যাওয়ার্ডে ভুষিত হলেন ঠাকুরগাঁওয়ের মোঃ আখতারুজ্জামান। গত ২ জুন রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কাউন্সিলের ৫২তম সাধারণ সভায় রাস্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন এই পদক তুলে দেন।
আখতারুজ্জামান স্কুল জীবনে স্কাউটিংয়ে সম্পৃক্ত হন। ১৯৭৮ সালে মৌচাকে অনুষ্ঠিত প্রথম বাংলাদেশ জাতীয় স্কাউটস জাম্বুরীতে অংশ নেন। ২০০৪ সালে বেসিক স্কাউট ইউনিট লিডার কোর্স, ২০০৮ সালে এ্যাডভান্স কোর্স সম্পন্ন করেন এবং সিএএলটি কোর্সে অংশগ্রহণ পূর্বক সহকারী লিডার ট্রেনারের দায়িত্বপ্রাপ্ত হন আখতারুজ্জামান।
এছাড়াও তিনি জেলা, অঞ্চল ও জাতীয় পর্যায়ের স্কাউট সমাবেশ/জাম্বুরী এবং কাব ক্যাম্পুরীতে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
আখতারুজ্জামান স্কাউটসের পঞ্চগড় জেলা কমিশনার, ঠাকুরগাঁও জেলার সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বাংলাদেশ স্কাউটসের ময়মনসিংহ অঞ্চলের কমিশনারের দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেছেন।
মো: আখতারুজ্জামান বাংলাদেশ স্কাউটসের দিনাজপুর অঞ্চলের কমিশনারের দায়িত্ব পালনকালে বকেয়া স্কাউটস ফি পরিশোধ করে হালনাগাদ করেন। এছাড়াও তাঁর নেতৃত্বে করোনার সময় নতুন দল গঠন প্রক্রিয়া সচল ছিল এবং ৫হাজার কাব ও স্কাউট দল গঠন করে শ্রেষ্ঠ গ্রোথ অর্জনকারী ইউনিট অঞ্চল হিসেবে স্বীকৃতি লাভ করেন।
তিনি ২০১৫ সালে জাপানে অনুষ্ঠিত ২৩তম বিশ^ স্কাউট জাম্বুরীতে অংশগ্রহণ করেন।
আখতারুজ্জামান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর ও ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক ছিলেন। এছাড়া তিনি পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাবনা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। আখতারুজ্জামান ১৯৯২ সালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু হয়।
আখতারুজ্জামান ১৯৬৪ সালের পহেলা জানুয়ারী বগুড়া জেলার সোনাতলা উপজেলার চুকাইনগর গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা মরহুম জয়নাল আবেদিন, মাতা সাহরা বেগম। পিতার চাকরী সূত্রে ঠাকুরগাঁও শহরে তাঁর বেড়ে ওঠা। তিনি রাজশাহী বিশ^বিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ঢাকা টিচার্সট্রেনিং কলেজ থেকে বিএড কোর্স সম্পন্ন করেন মো: আখতারুজ্জামান।

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন