Home » স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – এমপি মাজহারুল ইসলাম

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে, স্মার্ট শিক্ষক হতে হবে – এমপি মাজহারুল ইসলাম

by নিউজ ডেস্ক

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়বেন, স্মার্ট নাগরিক হবে, শিক্ষকদেরকে ও স্মার্ট হতে হবে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। ছাত্রছাত্রীদের মাঝে পড়াশুনার পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

তিনি গতকাল সোমবার বিকালে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ সভাকক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা শিক্ষা অফিস এর আয়োজনে “শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ কথা বলেন। শিক্ষা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফছানা কাওছার এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরীয়ার, উপজেলা শিক্ষা অফিসার অতুল কুমার, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মোঃ নাসিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: জুলফিকার আলী, সাংবাদিক রমজান আলী, রাজিউর রহমান, আব্দুস সবুর, জানে আলম, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, প্রধান শিক্ষকদের মধ্যে বজলুর রহমান, আবু সালেহ প্রমুখ।

 

You may also like