Home » হরিপুর হাসপাতালে নতুনদের বরণ ও অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

হরিপুর হাসপাতালে নতুনদের বরণ ও অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

by নিউজ ডেস্ক

 

হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের প্রচেষ্টায় এবং হরিপুর উপজেলা স্বাস্থ ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শামীমুজ্জামান, ও জেলা সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহহাম্মেদ যৌথ উদ্দ্যোগে হরিপুর হাসপাতালে পদায়ন কৃত ২ জন ডাক্তার, ১২ জন নার্স ও অন্যান্য অফিস স্টাফ ৮ জন সহ ২২জন কর্মকর্তা ও কর্মচারী ডেপুটেসন বাতিল করা হয়েছে। হরিপুর উপজেলা স্বাস্থ্য ´প্লেক্্র এ নতুন করে কর্মস্থলে যোগদান করায় তাদের কে বরণ ও অবসর জনিত বিদাযীদের উপলক্ষে এক সংবর্ধনা অনুঠান অনষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় হরিপুর স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার আয়োজনে হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শামিমুজ্জামানের সভাপতিত্বে নতুনদের বরণ ও অবসর জনিত বিদায়ীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ডাক্তার শামিমুজ্জামান বলেন, হরিপুর হাসপাতালের ২২ জন কর্মকর্তা ও কর্মচারী জেলা ও জেলার বাইরে হাসপাতালে দীর্ঘদিন ধরে ডেপুটেসনে ছিল। উপজেলার মানুষের স্বাস্থ্য সেবার মান উন্নয়নের জন্য ঠাকুকুরগাঁও-২ আসনের এমপি‘র প্রচেষ্ঠায় তা বাতিল করে তাদের কর্মস্থলে ফিরিয়ে আনা হয়েছে। আশা করি মানুষ এখন থেকে সুচিকিৎসা পাবে। এ ছারাও হাসপাতালের সিজার কার্যক্রম শুরুর জন্য আমরা গাইনী ও এ্যানেসথেসিয়া ডাক্তা নিয়ে আসার জন্য প্রচেষ্ঠা চলছে। ওই অনুষ্ঠানে হাসপাতালের ইপিআই দপ্তরের আব্দুল জলিল ও আইয়ুব আলঅ কে অবসর জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

You may also like

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: মো. সাকের উল্লাহ

স্বত্ব © ২০২৪ দৈনিক লোকায়ন